ওরা কেউ কেউ সহজেই আকাশ হতে চেয়েছিল,
ওরা ভেবেছিল কাছাকাছি গিয়ে যেনতেন ভাবে
ছুঁয়ে দিতে পারলেই বুঝি আকাশ হওয়া যায়,
আকাশের মত অতো নীল, অতো সুবিশাল,
অথচ কি গভীর, কি নিস্তরঙ্গ, কি অপরিমেয়,
ওরা কেউ কোনদিনই হতে পারেনি, পারবে না,
ওরা কবে শিখবে চাইলেই আকাশ হওয়া যায় না ?
ওরা কবে বুঝবে পারমিতার নীল বারমুডা
আর আকাশের কি ফারাক, কি ফারাক ?
ওরা কবে মানবে আকাশের কাছাকাছি গিয়ে
হৃদয় উজাড় করে দিতে না পারলে নিজেদের
ক্ষুদ্রতা আর দৈন্যই আরও প্রকট হয়ে ওঠে ?
মালবিকা, আয়েত্রীরা একদিন ঠিকই ধরা দেবে,
ওরা একদিন কারো না কারো ব্যক্তিগত হয়ে যাবে,
অথচ আকাশ যার যার মত করে সবার হয়েও কখনো
পুরনো হয়ে যাবে না, কখনো কারো সম্পত্তি হয়ে যাবে না,
আকাশ চাইলে আকাশের কাছে যেতে হবে তাও কিন্তু নয়,
রানুর কাজল চোখ থেকে চোখ ফিরিয়ে আমান্দার নীল চোখে
চোখ রাখলেই আকাশ পাওয়া যাবে এমন কথাও কেউ দেয়নি,
ভুল পথে ঘুরে ঘুরে, ওরা কবে শিখবে, কবে শিখবে, কবে, কবে
মনটাকে আকাশ করতে পারলেই হৃদয় ভালোবাসায় নীল হয় ?