বাম চোখে কাঁপে রাত্রির মায়া কাজল,
ঠোঁট লিখে অনাগত বসন্তের আগমনী,
বুক জুড়ে শুধুই নীল সাগরের নীলেম,
কাছাকাছি এসেও দূরে থেকে যায় সে,
হৃদয় চেয়েছিল প্রান খুলে হাসুক যে,  
শেষ মানেই নিঃশেষ হয়ে যাওয়ার খাটে
সব শরীরের নিগুঢ় আজ বড় উন্মোচিত,
একই পাপে দণ্ডিত আবাল বৃদ্ধ বনিতা,
শ্রেণী বিভেদের জিঞ্জিরে বন্ধি সুখখাতা,
লেনদেনের কক্ষপথ আঁকে সম্পর্কের ঘড়ি,
আশ্রয় খুঁজে পায়না ভালোবাসার বৃদ্ধ ছড়ি,
সব পেয়েছির চিৎকারে কি যেন একটা নেই
সব হারানোর ব্যথাও ভোলাতে পারেনা ক্ষুধা,  
স্মৃতির মর্মর হাতছানি ভেদ করে দূরাগত
শূন্যতা সহসা নদে তোলে আরেকটি ঢেউ
এভাবে কি আগেও পিছু ডেকেছিল কেউ ?