কে
আঁকে
জলের
বুক জুড়ে
জীবন ছবি ?
সে কেন বোঝেনা
জল দাগ রাখে না,
কারো জন্যই থামে না,
সে প্রতিবাদে জ্বলে ওঠে,
জানতে চাও জলের বুকে
জীবন ছবি কেন আঁকে কবি ?
জল দিয়ে গড়া তব প্রতিচ্ছবি,  
জলের অন্য প্রতিরুপ যে জীবন,
জন্মে জল, জীবনে জল, মৃত্যুতে জল
বিশ্বাস কচু পাতার হ্রদে জল সম্বল ।      


প্রকরণঃ অবরোহী পঞ্চদশ