সমর্পণের করতলে উষ্ণ হৃদয় ছোঁয়ার ইচ্ছেধেনু,
তোমায় গন্তব্য করে বাঁচে নিবেদনের মৌরেণু,
নিয়তি সাগর থেকে তিতীর্ষা নদী,
আসব ফিরে একবার তুমি ডাকো যদি,
প্রিয় অদর্শনে কাপালিকের মর্মর চোখে
যদি নামে বিরল জলের শতবর্ষ বয়সী প্রস্রবণ,
জলসীমান্তে চেয়ে থাকা তোমার অচেনা মুখ
আমার এক জীবনের শেষ সম্বল ।


সুখের চোখ বল পড়ে কতোটা মায়া কাজল ?  
এক জীবন কতোটা ভাঙা গড়ার মানস ফল ?
মানুষ কি পারে ঘরে তুলতে মহাকালের ফসল ?  
তুমি ছিলে, আমি ছিলাম, আমাদের আকাশেও
বৃষ্টির অপেক্ষায় ছিল শার্ল বোদলেয়ারের আশ্চর্য মেঘদল,
বাস্তবের প্রথম শৈলবর্ষণে কেন তবে আমার গোলার্ধে
নিহত তোমার জন্য স্বপ্ন বোনার অলৌকিক পক্ষপাত ?
আমাকে দেখার জন্মান্তরের সেই চোখ কোথায় হারালে শতদ্রু ?