যার পাতাবাহার মন,
সে যতই জ্বেলে দিতে যাক মুখরিত আগুণ,  
তার কানামাছি বিকেল যতই রচুক অলীক আমন্ত্রণ,
আমার ভাবনায় ফসলের সোনা রঙ বড় আপন,
আমাদের সম্পর্কে জৈবিক বন্ধনের নাম প্রয়োজন,
হৃদয় নগরের অনতিক্রম্য দূরত্ব যোজন যোজন,
নিয়তির মোহনায় ডাক দিয়ে যায় অনিবার্য ভাঙন,
পাশাপাশি থেকে এক হবার চালচুলোহীন মিথ্যে প্রলোভন
কেবলই সত্যের ওপারে জমা নিষ্ফল হরিদ্রা অরন্যে রোদন ।


যার অধিকারে কনক চাপার যৌবন,
যার জন্য বুকের ভেতর থমকে যায় স্মৃতি রোমন্থন,
সে যতই ছাই চাপা দিয়ে রাখুক কলাবতী দহন,    
সে আলোর বিপ্রতীপে যতই নিজেকে রাখুক গোপন,
সময় তার পক্ষপাতে গড়ে সবুজের সংবিধান,
সত্য ও সুন্দরের মিলন নিয়তির অনিবার লিখন,
কিছুতেই যায় না এড়ানো নিভৃত মন মৈথুন,
সে যতই পুষে রাখুক বিভেদের কপট সংগোপন,
মথিত হৃদয় জানে কে পর আর কে যে আপন ।