শীতকালীন ভ্রমনে যাই আমরা
নীল কুশনের ছোট ফুলের গাড়ীতে চেপে,
আমরা ভালো থাকবো,
সমস্ত কোন জুড়ে অপেক্ষায় রয়েছে
পাখির নীড়ের মত পাগলপারা চুমুর দল ।


কাঁচের শার্সিতে বিপন্ন বিকেলের ছায়া
দেখতে চাও না বলে তুমি চোখ বন্ধ করে ফেলবে,
বিকেলের সেইসব দানবিক গর্জন,
চলে যাওয়া কালো নেকড়ে ও অসুরের মিছিল ।


তোমার মুখে খেলা করবে একটি আলতো চুমুর সুড়সুড়ি,
ঠিক একটি পাগলপারা মাকড়সার মত
সে নেমে যাবে তোমার মুখ থেকে ঘাড় অবধি ।


এরপর মাথা নুইয়ে তুমি বলবে, ওটাকে আটকাও,
আমরা সময় নিয়ে খুঁজবো সেই মাকড়শাকে,
যে ভ্রমন করেছে তোমার শরীর ।


মুল কবিতা :
এ উইন্টার ড্রীম - জাঁ আর্তুর র‌্যাঁবো