নির্মম বলেছিল নির্ঝরের কানে কানে
এবার নাকি কোন ঝড় হবে না...
আপন মানুষ আর পর হবে না...
ভালবাসায় ছোট বড় রবে না...
দুরের মানুষ আর দুর রবে না ...
নির্ঝর জানে না
মৃত্যু পথযাত্রীকে মিথ্যে শান্তনার বাণী
শোনানোই নিয়ম...
মানুষের পাপে
নির্ঝর আর অক্ষত রবে না...
বেচারা মানুষ জানে না
নির্ঝরের শাপে সে হারাবে
আকাশের নীল...
দিগন্তে গাংচিল...
তারার ঝিলমিল...
হাসির খিল খিল..
কবিতার অন্ত্যমিল...