সকালের ডাকে যদি ফিরে আসে
হারিয়ে যাওয়া সে মেঘলা সুদুর,
যার পায়ে ভালোবাসা একদিন
ছুঁইয়েছিল রোদ্দুরের মায়া নুপুর।


আজ যদি পিছুটান ডেকে বলে
স্মৃতির সাথে চল ভিজি বৃষ্টিতে,
চোখে চোখ, হাতে হাত রেখে
ভালোবাসা বিনিময় যুগল দৃষ্টিতে।


আজ যদি সে বলে এখনো যায়নি বেলা,
যদি পিছু ডাকে স্মরনের সে বালুকা বেলা,
তবে সময় কি আবার হবে তেমন উতলা?
তবে জীবনের গান কি হবে আবার সুরেলা?