রাত্রি এক অনন্ত রহস্যের নাম,
রমনীর মত সেও নিজেকে সতত
রহস্যের অবগুন্ঠনে ঢেকে রাখে,
ঢেকে রাখতে ভালোবাসে,
রমনীর মত সেও বড় নাজুক,
কঠিন কোমলে সেও দুর্জ্ঞেয়,
রমনী কিছু কিছু ক্ষেত্রে সংজ্ঞায়িত,
মন থেকে শরীর বা শরীর থেকে মন
যাত্রা যে অভিমুখেই হোক না কেন
পুরুষের কোন বিশেষ নারী অভিযান
হয়তো এক সময় করতলগত হয়,
নারী কোন না কোন পুরুষের হয়ে পুর্ন হয়,
কিন্তু রাত্রি চির অজানাই থেকে যায়,
তাই রাত্রি আমার তৃতীয় প্রেমিকা,
এটুকু শুনে আবার প্রশ্ন পাচ্ছে না কি,
তাহলে প্রথম বা দ্বিতীয় প্রেমিকা কে?


না, আজ সে প্রশ্নের উত্তর দেব না,
আজ শুধু রাত্রিকে নিয়ে বলব,
এই যাহ, শুধু বলব বলছি কেন,
আজ রাত্রিকে নিজের মত করে সাজাবো,
ভাঙবো, গড়বো, এ সময় আমার এবং রাত্রির,
এ সময় আমাদের একান্তের নিরব সাক্ষী,
যৌথ অস্তিত্বের সুখ সঞ্চয়, অলৌকিক বিনিময়,
So would you please excuse us ?