কবিতার অন্তর্বাসের তৃতীয় হূক খুলতেই
ডানা ঝাপটিয়ে ফিরে এল প্রথম প্রেম,
হাত ধরে সে সময়কে নিয়ে গেল
মহেঞ্জোদারোর যৌবনের উপত্যকায়,
যেখানে রৌদ্রছায়ার সাথে আজও
লুকোচুরি খেলা করে মহাকাল,
একদিকে স্মৃতির জলছবি উঠোন,
অন্যদিকে কবিতার খাপখোলা ডাক,
কে আজ বল কার প্রতিপক্ষ?
যামিনী কানে কানে বলে দাও,
কার আকাশে ওড়ে সুখের শঙ্খচিল ?
কোন নদীর আয়নায় জল ছোঁয় অন্তস্তল?
আমি কি প্রেমিক হব না সব ভুলে পুরুষ ?