এক রৌদ্র জন্মে সে চোখে চোখে কথা দিয়েছিল....
অনাগত কোন এক নীল সমুদ্র জন্মে
আমাদের গল্পটিও মিলনাত্মক হবে....
বিধাতা প্রকাশক সেজে নিজ হাতে
ভেঙেছেন আমাদের স্বপ্নের চালাঘর,
আমাদের অতৃপ্ত মৈথুন বাসনার জন্য কোন
স্থান সংকুলান হয়নি তার মহাকাল সিরিজে,
চাহিদা যোগানের বাজার সুত্রে জানা গেছে
আজকাল বিয়োগান্তক গল্পের কাটতি বড্ড বেশি...
কান্নাটা চিরকাল বুকে গেথে থাকে,
সুখ সহজেই ভুলে যায় ভোগী মানুষ,
এর ভেতরেই নিহিত রয়েছে তাবৎ
প্রকাশনা বানিজ্যের সাফল্যের সুচক,
এই সুত্রেই যুগে যুগে জ্বলে পুড়ে
অমরত্ব পেয়েছে বহু প্রবঞ্চিত প্রেম,
জানা গেছে, আমাদের জন্য শুধু এই একটি
পরিনতিহীন রৌদ্র জন্মই বরাদ্দ দেয়া হয়েছিল....
যেখানে অনন্ত বিরহের গাঢ় মলাটে
শুধু চোখের জল আর দীর্ঘশ্বাস জমা হবে,
আমাদের ভালোবাসার কলতান নদীটি
কখনো মিলন মোহনা খুঁজে পাবে না,
কুলভাঙা কান্নার নৈবেদ্যে চর্চিত হবে
আমাদের নিরন্তর ভাঙনের বিধিলিপি ।