ইচ্ছে হলেই হাত বাড়িয়ে যায় কি
ছোঁয়া দুরের ঐ অনন্ত নীল আকাশ ?
এত কাছে তুই তবুও খুব সহজে মন
বাড়িয়ে যায় কি ছোঁয়া তোর অপ্রকাশ ?


অবাধ্য ইচ্ছেরা তবু দিচ্ছে বড় পীড়া,
বলছে ডেকে ছুঁয়ে দিতে তোর ব্রীড়া,
বলছে ডেকে বুকের ভেতর কুলভাঙা ভুল,
হাত বাড়িয়ে ছুঁতে তোর সুর্য দীঘল চুল।


উঠছে বেড়ে প্রতিদিন ভালোবাসার দাবী,
আমার মনের বাকেই তুই রোজ পথ হারাবি,
একটু খানি হাত বাড়ালেই এতো কাছে
কবিতার মত তুই, ইচ্ছে করে একটুখানি ছুঁই।