ভুলগুলো সব সদ্যফোঁটা সূর্যমুখীর ফুল,
ঘাড় বাঁকিয়ে খোঁজে কার আলুথালু চুল ?
রাতগুলো সব অকাতরে বাড়িয়ে দেয়া হাত,
আঁধার ফুঁড়ে ছুঁতে চায় কার বুকের কপাট ?
কান্নাগুলো সব শুকিয়ে যাওয়া ফল্গুধারা নদী,
হবে কি সময় ঋতুমতী সে আবার ফেরে যদি?