কলমে মরি, কলমে বাঁচি, কলমে আঁকি সুখ,
কলম মানে বাঁচার লড়াই, কলম প্রিয় মুখ,
কলম হাতে ভাঙি গড়ি, কলম বুকে আশা,
কলমে লিখি ভাগ্যলিপি, কলম ভালোবাসা।


দুঃখপ্রাতে কলম সাথী, আঁধার পথে কলম বাতি,
ন্যায়ের যুদ্ধে কলম ছত্রী, কলম গড়ে ঋগ্ধ জাতি,
কলম কালের মসি, কলম মানে জয়ের হাসি,
চলার পথে কলম শশী, প্রতিবাদে কলম অসি।


কলম মানে শাসন ছাড়া, কলম বাঁধন হারা,
কলম মানে হৃদয় কাড়া, কলম বুকে ফল্গুধারা,
কলম সুখে বল্গাহারা, কলম সুরের ঝর্ণাধারা,
কলম লেখে, কলম আঁকে, সৃষ্টিসুখে পাগলপারা।


কলম নেতা, কলম ত্রাতা, কলমে সিদ্ধিলাভ,
কলম মানে লেখার সুখ, কলম জ্ঞানে সদ্ভাব,
কলম আত্মা, কলম কারিগর, কলমে রচি, কলমে বাঁচি,
কলম মুখে, কলম বুকে, কলম দুঃখ সুখে, কলমে কলমচি ।