লালসার ঠোটে যেদিন সঁপেছিলে তোমার
ঠোটের কমল,
সেদিন জেনেছিলেম পূজোয়ও হয় অসুরে দেবতা
বদল,
প্রেম ভোগের পেয়ালায় চড়ে হয়
খোলাবাজারে নিলাম,
ভুল শুদ্ধের ব্যাকরণ শিখিয়েছিল সেদিন পরাজিত
প্রেম।


ভিখিরির হাত যেদিন তুমুল চেপে ধরেছিল
তোমার স্তন,
সেদিন বুঝেছিলেম প্রবঞ্চনার হয় কত রংয়ের
বিকিরণ,
কত সস্তায় পথে পথে তুমি বিকিয়েছিলে বুকের
কারুহেম,
নশ্বর চোখে আলোর বাক দেখিয়েছিল সেদিন
নষ্ট প্রেম।


বেসুরো হাত যেদিন তোমার শরীর তানপুরায়
তুলেছিল শীৎকার রাগ,
সেদিন মেনে নিয়েছিলাম বিত্তের নিদারুন
বিজয় চিত্তের অববাহিকায়,
ভুলের পিচ্ছিল ঘাটে আমি সেদিন
ভালোবাসার পানসি ভিড়িয়েছিলেম,
কান্নার দামে তোমার কাছে সেদিন আমি
জীবনের পাটিগণিত শিখেছিলেম।