রাজ্যপাট আমার, তবু আমি রাজা নই,
মন যমুনা আমার, তবু মাঝি তুমি সেই,
খেলাঘর আমাদের, শুধু আমরা কেউ কারো নই,
কতোটা চুরমার ভেঙেচুরে কক্ষপথ বদলায় মন,
কতোটা দুরে গেলে ভুলে যাওয়া যায় রক্তের ক্ষরণ,
কতোটা ঝড় বুকে তুলে এড়ানো যায় বিধির বিধান,
আমাকে শিখিয়েছে যার থেমে যাওয়া চোখের কাঁপন,
কাটাল স্রোতে সে আজ আর নয় আমার আপন জন,
মহাকাল জানে কতোটা পুড়িয়েছে বুক সুখের স্বজন,
সেই আমি, নেই তুমি, এড়াতে পারিনি নিয়তির লিখন।