যখন আমি হাত বাড়িয়ে ছুঁই তোমার অনাবাদী মুখ,
মুঠো ভরে গড়িয়ে পড়ে থোকা থোকা ফসলিয়া সুখ,
যখন আমি বুকের বল্কলে পাই তোমার সারমেয় উত্তাপ,
বাধ ভাঙনের ডাকাতিয়া ডাক দিয়ে যায় কহর রংয়ের পাপ,
যখন আমি ছুঁই তোমার জমিয়ে রাখা কষ্ট মেঘের জল,
একসাথে মন যমুনার সব কুল ভাঙে উজান ভাটির ঢল,
যখন চোখের নেশায় ছুঁই আমি তোমার ডাগর দীঘি চোখ,
চোখের পাড়ায় জন্ম নেয় প্রেম নামের এক প্রাচীন অসুখ,
যখন আমার হাতের মুঠোয় ধরি তোমার গোপন জন্মদাগ,
শরীর থেকে শরীরে বয়ে যায় উথাল পাথাল সংকুল অনুরাগ,
যখন আমি মন বাড়িয়ে ছুঁই আমি তোমার বনবীথি মন,
মনের ঘরে জানাজানি হয়ে যায় তুমি আমি কতোটা আপন।