অরুন্ধতী ছাড়া এক একটি রাত মানে
তুমিহীন এক একটি কান্নার গল্প,
তুমিময় তুমিহীনতার গল্প,
ভুমিহীন কৃষকের গল্প,
মজা নদীর নাব্যতার গল্প,
ভুল যে গল্পের মাস্তুল...
দুই কুলে বিরহ সংকুল,
সুখ হারিয়ে যাওয়া মুখ,
দুঃখ প্রতিরাতে ভাঙে বুক,
চোখ দহনের চৌচির নদী...
প্রতিক্ষা ফিরে আসে সে সময় যদি...
তিথিডোর আবারও বাধে হৃদয়ে হৃদয় যদি।