একটি জন্ম থেকে আরেকটি জন্ম,
মাঝে অচিন মৃত্যু নদীর পারাপার,
তার চোখ থেকে আমার সরে যাওয়া,
সেও বেঁচে থেকে মরনেরই নামান্তর...
ফাগুন ফুরায়, ভাঙে সময় নদীর কুল,
বাঁচে মানুষ, বাড়ে বয়স, বাড়ে ভুল,
সে ক্রমে দুর থেকে দুরে চলে যায়,
যার খোপায় সাদা কাঠগোলাপ ফুল...
পর হতে হতে সে ক্রমে অচেনা হয়ে যায়,
যার বুকে মথুরা বেঁচে রয় চিরকাল...