: হক সাহেব, আপনার কাছে একটা মই হবে?
: মাঝরাত্তিরে মই দিয়ে করবেন কি ?
: রাতে মই দিয়ে মানুষ কি করে, চুরি করবো, মই লাগাইয়া লেডিস হোষ্টেলের ভেতর ঢুকে রেপ করব ?
: ছিঃ ছিঃ এইসব কি যা তা বলেন, আপনি সজ্জন মানুষ ।
: আমি সজ্জন মানুষ, তাহলে মই মার্কায় ইলেকশনে দাড়াবো।
: আপনি তো ভাই টাউট বাটপার না, আপনারে দিয়ে ইলেকশন হবে না।
: কি কন ভাই, টাউট বাটপাররাই বুঝি ইলেকশনে দাড়ায়।
: তাছাড়া আর কি? সত্যি কথা কন এই মাঝরাত্তিরে আপনার মই দরকার পড়ল কেন?
: ভাইরে আপনি লোক ভাল না। সাপে খাইতে খাইতে জীবনটা সাপলুডু হয়ে গেছে। খালি সাপ আর সাপ। সেইজন্যই মই খুঁজতেছিলাম। পেটের কথা বের না করে আপনি ছাড়লেন না।
: ভাইরে, মই কেউ কাউরে দেয় না। দেয় বাঁশ।
: আচ্ছা। বাঁশ থাকলে তাই নাহয় দেন। বাঁশ দিয়েই মই বানিয়ে নেই।