নক্ষত্ররাজি আপন গতিতেই চলছে
চলছে সব-ই তার আপন তালে।
তুমি আমি চলছি; আমাদের কক্ষপথে।
কক্ষ পথ; নিজের নিজের হওয়ায়_
দূরের সম্পর্কই কেবল থাকে,
ঘুরতে ঘুরতে; একই সরলে এলে_
একটু চোখাচোখির সুযোগ হয়!
তবে; অতিঅল্প সময়েই সুযোগ হয়ে থাকে।


হাজার বছরের বিবর্তনে পাল্টায়_
শত-শত রঙিন স্বপ্ন; হয় তা বিবর্ণ।
হয়ত একদা পৃথিবী চেয়েছিল_
আমি অথৈজলেই ডুবে থাকব,
কিন্তু কই; কত কাঁদা-মাটি আর কত_                    
বর্বরতা তার বুকে চেপে ধরেছে।
আমি কি চেয়েছিলাম এমনটি(?)
কিন্তু এ তো নির্ধারিত; হতেই হত।


------------------------------------
হাসান
সাভার, ঢাকা
১৫-১২-২০১৯
(সকাল ১০ঃ৪৩ মিঃ)