গভীর বিষাদে নিশ্বাস  ফেলে_
চেয়ে দেখি সবুজ পাতা পানে,
বিদগ্ধ হয়েছে; সে কেমনে!


বুক ফেটে বেরোতে চাই _
অজানা এক জন্তু,
বেরোতে না পেরে হয় উদভ্রান্তু!


কথা এসে থেমে যায়_
থেকে যায়; অন্দর মহলেই,
নিথর হয়ে রয়; চেষ্টারা সকলেই!


স্বপ্নের মত চলে; চলাচল দৃশ্য
একটি কথা; পারি না বলিতে,
অসহ্য এ যাতনা; পারি না সহিতে।