এক যে ছিল রাজা,
অন্তর্জ্বালায় পেয়েছিল সে সাজা।
প্রথমে সে হাটেনি তো সোজা_
বাকি জীবন আদায় করে; তারই কাজা!
এক যে ছিল রাজা।


ভাবত না সে আগু-পিছু; করত হট্টগোল,
অল্পতেই সে ক্ষিপ্ত হত; পড়ত পাড়ায় রোল!
সামান্যতেই পড়ত বাড়ি ঢোল,
নির্দেশনামা কানে দিত দোল_
ডুয়েল হবে সবে তোমরা হয়ে দাড়াও গোল,
মরে মরুক; সে-তো অন্যদেরই ছ্যোল!


এক যে ছিল রাজা,
অন্তর্জ্বালায় পাচ্ছে সে আজ সাজা।
ধর্মের বাণীতে, আজ হয়েছে তাজা।
বিধর্মীদের দিচ্ছে ধরে সাজা!


ইচ্ছা হলেই যাচ্ছে চলে, গয়া,ধাম আর কাশী
করছে ধন-ধৌলত প্রদান; রাশিতে রাশি।
বিধর্মীদের আজ দিচ্ছে শূলে ফাঁসি।
ছাড় নেই একটি বিন্দু; দিলেও শত কাশি।


এক যে ছিল রাজা,
অন্তর্জ্বালায় পাবে কি আর সাজা?
শুনবে কি সে খুশির বাদ্য বাজা_
প্রাণ পাখি হবে কি; কভু তাজা?