তোমার প্রতিক্ষায় কেটেছে কর্দমাক্ত দিনগুলি
কেটেছে শত নির্ঘুম বেদনার রাত্রিগুলি_
আর বয়েছি, শত নির্যাতন-নিষ্পেষণের ঝুঁলি।
শুষ্ক চোখে গেয়েছি শোকগীতি; আর কত গান
দেখেছি তুমি আসবে; গায়বে মম অবদান।
মাতৃকা ছেড়ে রিফুজি হয়েছি;___
ষোলোই ডিসেম্বর, শুধু-ই তোমার প্রতিক্ষায়।


তোমার প্রতিক্ষায় রক্তের জোয়ারে ভেসেছি
আর বুলেটের মুহুর্মুহু শব্দে অবচেতন হয়েছি,
জেগে উঠে; তোমার অবয়ব মনে মনে এঁকেছি।
বিদ্রোহী মন; গেয়েছে হাজার রণ গান_
ভেঙে দিতে, ঐ জালিমের সব অত্যাচারী তান!
অচেনা পথে ঘুরে-ঘুরে, চেনা হল সব অচেনা
তোল, পাল তোল; যাত্রা কর শুধিতে সব দেনা।


মাতৃকা ছেড়ে রিফুজি হয়েছি;___
ষোলোই ডিসেম্বর, শুধু-ই তোমার প্রতিক্ষায়।


-------------------------------
হাসান
গোবিন্দ পুর, হরিনাকুন্ডু, ঝিনাইদহ
১৬-১২-২০১৯
(সকাল ৮ঃ৪০ মিঃ)