সর্বনাশীর সর্বগ্রাসে
সর্বহারা আমি আজ,
ছলনার বিষে তাই
নীল বেদনা সাজ।

প্রেম মোহে আগুন ছুঁয়ে
চাঁদে যেমন গ্রহণ লাগে
তোমাকে ভালোবেসে
মরেছি আমি মরার আগে।