' দুহাত দিয়ে আঁকড়ে ধরেছিলাম
   তবু দুহাত শুন্য , তবে কি হাতেই লুকিয়ে ছিল ভুল?'
কাঁচের ঘর থেকে সপ্তাহন্তে
উঁচু খুব উঁচু বাড়িগুলোকে হার মানিয়ে আকাশ পানে চায় ।
একটা লম্বা শ্বাস , এই খসখসে শীত শুরুর দিনে মনে হয়
একদিন আমার মনে পরবেনা
এই পুকুরটার ওই পাড় ... সেদিনের সেই ঝরে হেলানো  বুড়ো বটগাছ...
ডাল থেকে ডিগবাজী কয়েকপাক  পুকুরের জলে...
এপারে দাঁড়িয়ে মা , হাতে সদ্য ভাঙা সবুজ কঞ্চী ...
আমার ডুব পানকৌড়ির ... চোখ রক্ত-লাল না হওয়া পর্যন্ত
তখন সিপিএম ছিল বলে!!!
একদিন আমার মনে পরবেনা
কালো-বুড়ীর দোফলা কুল গাছে ঢিলছোঁরা
বুড়ীর পেটেন্ট গালাগাল সমেত তেরে যাওয়া কুল তলায়
এদিকে  আম করলাম ফাঁক ... বুড়ী টের পাওয়ার আগেই
গড়-পুকুরের পাড় ... একদিন আমার মনে পরবেনা
জলে ডোবানো পা ... সেই শীতল হাওয়া ... শিহরণ  বুড়ির টকটক আম আর গালাগালে ...
একদিন আমার মনে পরবেনা ...
গরমের বিকেল ... খোলা মাঠে দৌর হাফপ্যান্টে ...
তিলের খেত থেকে বাছুরের পাল তাড়ানো
ছোট্ট সেই বাছুরটার পিছু পিছু ... ওকে টপকাতেই হবে ...
একদিন আমার মনে পরবেনা সেই হেরে যাওয়া অসম প্রতিযোগিতা !!!
একদিন মনে পরবেনা বৈশাখের বিকেল ...
(ক্রমশ)