বিভিন্ন পত্র পত্রিকার নিজস্ব আইডিওলজি থাকে , থাকে না এমন পত্রিকার সংখ্যাও কম নয় । তবে উভয়কেই সম্মান করি । এখানে আমাদের এই সাইটটিরও কিছু আইডিওলজি আছে হয়ত । এবং সেখানে কন্ট্রাডিকশন এলে নিশ্চয় কোনও লেখাকে ব্যান করা হতেই পারে। আমি নিচের লেখাটি কাল প্রকাশ করেছিলাম, কয়েক মিনিটের মধ্যে ব্যান করা হয়েছিল । পরে মেইল পায়


"প্রিয় হাসেম আলি,
বাংলা-কবিতা ওয়েবসাইটে আপনার পাতায় এডমিন ২-এর পক্ষ থেকে নিচের বার্তাটি দেয়া হয়েছেঃ


'যেসব কারণে কোন কবিতা ব্যান করা হয়' (http://www.bangla-kobita.com/admin/kobita-ban-er-karonshomuho/)। অনিবন্ধীকৃত সদস্যের ছদ্মবেশে নিজেই নিজেকে করা মন্তব্য/প্রতিমন্তব্য আপনি এখনো মুছে ফেলেননি। আপনাকে আরো একবার স্মরণ করিয়ে দেওয়া হল।
ধন্যবাদ।
বাংলা-কবিতা কর্তৃপক্ষ"
মন্তব্যের প্রসঙ্গে এডমিন-২ যা বলেছেন তা একশ শতাংশ মিথ্যা, তা সত্ত্বেও মন্তব্য গুলো আমি মুছে দিয়েছিলাম বিতর্ক এড়াতে । সাথে এডমিন-২ এর কাছে প্রমাণ চেয়েছিলাম ,কারণ পাবলিকলি উনি অভিযোগ করেছিলেন , পাবলিকলি প্রমাণ দিতে বলেছিলাম । উনি ২৮ ঘন্টা পরও কোনো উত্তর দেননি । আজ আমি লেখাটি আবার প্রকাশ করেছিলাম , আবারও এখন দেখলাম ব্যান করা হয়েছে ।
এই আসরে অনেকেই আছেন যাদের আমরা এক বাক্যে কবিতা বোদ্ধা হিসেবে জানি এবং মানি । তাদের মধ্যে অন্যতম দেবব্রত সান্যাল, দেবাশিস ভট্টাচার্য, রেনেসাঁ, শ্রীতরুণ, দীপংকর, অজিতেশ নাগ, রুমা ঢ্যাং, পাঠক সৌরভ , বিশেষ করে পটল বাবু , বোদরুল আলম, কবির হুমায়ুন, মিমি , সাবলীল মণির এবং আরো অনেকে। সবার নাম করলে লেখাটাই লম্বা হবে । স্যার, আপনাদের প্রত্যেকের কাছে আমার প্রশ্ন এই লেখাটি ব্যান হবার পেছনে কি যুক্তি থাকতে পারে? একজন বয়স এবং লেখার অভিজ্ঞতায় অনেক ছোট লেখক হিসেবে আপনাদের সকলের কাছে অনুরোধ জানাবেন প্লিজ , আমার লিখতে সুবিধে হবে ।
কবিতাটা নিচে কপি করে দিলাম :


শুধু সমাপতন
- হাসেম আলি

আমার একমাত্র অস্তিত্ব
উত্থিত লিঙ্গের সমাপতন-এ যদি এরাও না
থাকত?
বেশ্যাবালিকা স্থির চোখে আমার দিকে
তাকিয়ে
আমি একটি মাত্র সত্তা, যোনিভেদি লিঙ্গ।
    
যদি বিবেকানন্দ না জন্মাতেন পৃথিবীতে
           কোথা থেকে আসতো এত সাহস ???
' কেন! এই নীলুর কাছ থেকে' ...
     আমি বেশ্যাবালিকার কাঁধে হাত রাখি ...।
সে হোহো করে হেসে ওঠে ...
  
যে পথে পা বাড়াব, সেই এসে মিশেছে আমার
অস্তিত্বে...
মাঝখান থেকে 'ঢপের চপ'ও কি ভীষণ
রোমাঞ্চকর ...


অভিযোগ করুন
Tweet
লেখাটি ২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১১/২০১৫
মন্তব্য যোগ করুন


লেখাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।


আপনার মন্তব্য
ইংরেজী অভ্র ইউনিজয়
  
মন্তব্যসমূহ


লেখাটিতে এপর্যন্ত ৩টি মন্তব্য এসেছে।


উজ্জ্বল সরদার ২৭/১১/২০১৫
দারুণ লাগলো।
উত্তর দিন    মুছে ফেলুন
দেবাশীষ দিপন ২৭/১১/২০১৫
ভাল লাগলো খুব।।দারুণ ভাবনা।।
উত্তর দিন    মুছে ফেলুন
দীপঙ্কর ২৭/১১/২০১৫
ভাবনারা ঝাঝালো ... লেখনী ভালো লাগলো কবি
উত্তর দিন    মুছে ফেলুন।


পাদটীকাঃ এডমিন-২ মহাশয়কে আরো একবার অনুরোধ করছি এই পোস্টের মাধ্যমে পুরো বিষয়টি আমি সহ সকলকে জানানোর।
এডমিন মহাশয়ের হস্তক্ষেপ চাইছি পুরো ব্যাপারটিতে । কারণ আগেও আমায় এডমিন-২ ব্যান করেছিলেন , আমায় যদি লিখতে না দেওয়া হয় সরাসরি জানিয়ে দিন , আমি আর আসব না লিখতে । For your understanding let me tell you one fact when i'm writing this brings me into tears .
Thanks  everyone .