হাজার সন্ধ্যে থেকে আরো একটা
সন্ধ্যে নিয়ে গেল চৌরাস্তা
আঙ্গুল টেনে , গাল ছু্ঁয়ে...


সন্ধ্যে গাল মুছে রাত ...
  কবি হারিয়ে যায়
না হলে তার লেখা হবে না ।
রাতে এল চিঠি
খাম ভর্তি গান
রাত ভোর নিজের খেয়ালে
কিংবা গানের!


ভোরে ভেসে এল গলা ...
কবি নারকেল পাতার মতন নড়ে ।
কবি সন্ধ্যে খোঁজে
ন'শ নিরানব্বই ...
কবি রাত খোঁজে
কবি ভোর খোঁজে...
হারিয়ে ফেলার অভ্যেস
নাহলে লেখা হবে কি ক'রে !!!