কাল রাতে শুয়েছিলাম ময়দানে
     আমি ' নাল ভেক্টর' *
শুধু দিকের পর দিক আসে , যায়
মান ছিল শুন্য
পেছনে বাস স্ট্যান্ডে বসেছিল কেউ
একটার পর একটা ট্রাম আসে ঘরঘর ঘরঘর
বাস আসে, যায়
সাথে ধুলোবালি নাকে চোখে
আমি শুয়েছিলাম
মেঘছিল জমাট বাঁধা
ঝিরঝির পোড়াল শরীর
ভিজে গেল রাস্তার ধুলো
সেকি তবে উঠে পরল বাসে
শেষ ট্রাম বলে কিছু হয়না !?!
আমার বাপাশে শুয়েছিল একট লাশ
ও বাচতে শেখেনি
বাচতে কি শিখতে হয়?!
আর এক্টু বেলা যেতে খবর পাবেন সেই বাসযাত্রী
বুক চেরা হবে হিম শীতল ঘরে
একবার বেচে লাশ হয়ে যাওয়া শরীর
মরে যাওয়ার আগের স্বপ্ন
কিংবা পরের
হাইওয়ে বাইক তারপর লালমাটির রাস্তা
সরষের খেত
গ্রামে ছিল নিজের ঘর
পরপর
এই মাটি শিখিয়েছে একবার
বেঁচে মরে যাওয়া
তোমার পশাপাশি
ছেলেবেলার  মত বড়বেলা
বড়বেলার মত ছেলেবেলা ।




* null vector means a vector quantity having direction but of no magnitude.  Mane dhorun apni cycle chaliye samne jaben bole ready, othocho ektao paddle korenni . Ei obosthay apnar cycle er Beg jante chaile apni Ki bolben ? Obosyoi shunyo . But shudhu shunyo noy , shunyo vector Ba null vector . Karon apni already ekta direction e jawar jonyo prostut.
Thanks.