কম্বলেতে শীতের রাতে একলা হাসি
বসন্ত ছিল আমারো একদিন , এখন বাসি ।
বাসি ফুল , ফল-মূল, ঘাড়ে লেপ্টে ভিজে চুল
কপালগুনে আমিও করেছি তেমন ভুল ...

যতদুর তোর দুশ্চিন্তা যায়
চুমুর সাথে আর কি খায় !
সব ছবি ওয়াটস্যাপে চায়...


ইমোজিরা জানে চোখের জল
ভ্রু কোঁচকানো কিংবা কোলাহল
কোনটা আমার ক্লিভেজের ছল


বুড়ো আঙ্গুল আর তর্জনী জানে
বাংলা ভাষার অন্য দিক ভিন্ন মানে
ঠিক যেমন চাইতেন রবি , প্রিয়তম ছবি
এমন এক ভাসা,  ভাষার ভেতর
এখন আমি নকল কবির মত
কবিতা লিখি সাইকেলের সিটে