অমিতাভ ঘোষের 'হাংরি টাইড'-টা ধুলো ঝেরে মুছে রাখলাম অনেকদিন পর ।
প্রথমদিন  ছিল,  হাতে ধরিয়ে বলেছিলে সবার সামনে খুলোনা ,একা থাকলে খুলবে ।
আজ সত্যি বলতে দোষ নেই , হস্টেলে ফিরেই আর ধৈর্য রাখতে পারিনি, তুমি তো জানো ঐ বস্তুটা আমার নেই বললেই চলে !
একটা পাতা ওল্টাতেই...


তবে মুশকিলটা কি জানো সুকন্যা, আজ এতগুলো বছর পর যখন একা থাকার সময় আসে মাঝে সাঝে
বইটা খোলার সাহস পায় না ।


কষ্ট পেলে? পড়িনি ভাবছ ?
বোকামেয়ে, তুমি দেবার পরের রোববারই কলেজ স্ট্রিটে সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম ।
নতুনটা খুললে  সময় নষ্ট হত যে , লাইন গুলোয় আঙ্গুল বুলিয়ে...


,