ধর্ম আমার কাছে কি আমি জানি না এখনও
তবে আমার গ্রামের মসজিদ ছাড়া কোথাও নামাজ পড়তে পারিনা আমি
এতগুলো বছর ঘরছাড়া ...
ছোটকালে রেলগাড়ির চাকা গুনেছি কালভাটে বসে
কর্ণর হয়ে লড়াই করেছি পুকুর পাড়ে
লেলন, ডেনভার, ডিলান শুনেছি একটু বড়কাল
আমি জানি না আর কোনো ভাষার একটা কবির সুমন, একটা অঞ্জন, একটা মহীনের ঘোড়াগুলি আছে কিনা!
আমার রাজ্যের বাইরে কোনো বিতর্ক কোনো আলোচনায় নাম লেখায়নি...
আমার অবাঙ্গালি বন্ধুদের গালাগাল গায়ে লাগে না
ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচে নিরপেক্ষ হয়ে যায়
তোমরা আমার বানান ভূল দ্যাখো কেন?
প্রতি জুম্মার দিনে আমার মন পড়ে থাকে সেই চটা প্লাস্টার ফাটা মেঝে ঘরটায়।