নিকষ কালো আঁধার,
সঙ্গী - হীন রাত
ভাবনা জুড়ে অপূর্ণতায়,
নির্ঘুম প্রভাত!
চেনা মায়ার অচেনা বর্ণে,
অদ্ভুত এ জীবন ছন্দে
ভালো-মন্দ মিলিয়ে আছি,
উচ্ছ্বাসিত এক ঝরে!
কালের লগ্ন যাচ্ছে বয়ে,
আমায় একা রেখে
আপন জন ও চলে যায়,
অবেলায় তরী ভিড়িয়ে!
স্বার্থের এই নিত্য খেলায়,
ছুটে চলি ওই দূর সীমানায়
হারাতে অচেনা মোহনায়,
স্বপ্নীল জোছনায়!
আর হবে না অভিমান,
অনুনয়ের কাব্য কথা
জীবনের সব আয়োজন,
ছিলো সবই বৃথা!