শেষ কাব্যের শিরোনামে, ভালোবাসার এ মোহনায় স্বপ্নে হয়েছি বিভোর!
অন্থহীন এ জীবন আমার
এক কাব্যের ভালোবাসা শত কাব্যে হয় না শেষ, ক্ষণ ফুরায় তবুও রয়ে যায় রেশ।
ভাবা ছিল কালজয়ী সীমারেখা শত সুপ্ত সাহিত্য!
আজ কতো পুরনো কাব্যে জমেছে ছত্রাক কল্পিত বিচ্ছেদে,
প্রেমের পূর্বাভাস ছড়াচ্ছে
কৃষ্ণচূড়ার মৌসুমি উল্লাসে।
মেঘে মেঘে জমেছে বিদ্যুৎ, তুমি লিখেছ মনগড়া চিরকুট!