খোলা আকাশের নিচে
নিস্তব্ধ রাস্তার মাঝে,
হুড তোলা রিকশায়
প্রিয় শহরের অলিগলিতে,
পরস্পরের নিবিড় সান্নিধ্য পেতে হারিয়ে যাই অজানার উদ্দেশে।
চেনা সম্পর্কের অচেনা মোড়কে
খুনসুটি করে বেড়াই সোনালি সন্ধ্যাতে।
সারাদিনের কোলাহল নিস্তব্ধতায় হয়ে উঠে শান্ত!
শেষ প্রান্তর অন্ধকারে মিশে গেলে,
তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়ায়,
তোমার নিঃশ্বাসের উষ্ণতায়
অস্তিত্বকে আড়াল করো অদৃশ্যের পাতায়, এলোমেলো মেঘের ফাঁকে!