কতদূর অার কতদূর
যান্ত্রিক নগরীর বিনীদ্র রজনীর-
হয়নি কি চলা বহুদূর!
কতদূর অার কতদূর !!


সজ্জিত এ নগরি -
গর্ব তার  স্বকীয়, সাহিত্য, শিল্প
যেখানে সময়ের পাতা লিপিবদ্ধ
যে পাতায় অাকা লাখো মানুষের হাসি-কান্নার গল্প।


সুন্দর এ নগরী চাকচিক্যে ভরা অট্টালিকার সাড়ী
তব্ তারি পাশে বাস করে অাজও শত্ গ্রিহহীন নরনারী!


সজ্জিত এ নগরীর অাকাশে বাতাসে ভেসে বেড়ায়-
কত্ শত্ মানুষের সহস্র স্বপ্ন, অাশা,কল্পনা,
খুন,ঘুষ,চুরি,রাহাজানি, লুটপাট এখানে নিত্য ঘটনা।
সর্বস্বহারায় ইতর প্রাণীর মত্ অাত্নধিক্কারের শান্তনা?
বিকৃত মস্তিস্কের যেন্ এটি একটি বাহানা!


জন্ম-মৃত্যুর অাল্পনার অাচরে ঢাকা-
এ নগরীতে দেখা যায় জীবনের নানা রং-ঢং
মনুষ্য প্রকৃতির অবক্ষয়!!
এক-এক মানুষ  যান্ত্রিক এক ভিন্ন রকম।


অাদৌ ঘোচবে কি এ ঘোড় অনামিশার অবসান ?
বাজবে কি কোনদিন মনুষ্য মানবতার সুর ?
বিনীদ্র রজনী হবে নিদ্রায় সমাগত,
খোয়াব দেখবো সুমধুর ।