মানুষের মাঝে কেন আজ এতো অবনতি,
সমাজের ব্যাকরণে ভুলে ভরা দূর্নীতি।
নেই প্রেম,নেই বোধ, হয়েছি মানুষ মোরা,
রশিতে ঝুলছে লাশ,মানবতার হয়েছে বিষফোঁড়া।


চুরি করেছে যে, তাকে চোর বলা নয়,
স্বপ্নগুলো আমাদের বুড়িগঙ্গার ঘাটে পানি খায়।
সমাজের মুখ আজ ডেকে দিয়েছে মাস্কে,
তোমার আমার স্বপ্নের বিসর্জ্জন কর্তাদের ডেস্কে।


আমাদের দেশে হবে, সেই ছেলে কবে?
কথায় না বড় হয়ে, স্বপ্ন চাষের ভ্যাট দিবে।
দিয়েছো, দিচ্ছো ভ্যাট, করছো সামাজিক চ্যাট,
রোদে পোড়া আয়হীন চাষাদের,বলছো তুমি ক্ষ্যাত।


আজ না হলে কাল হবে, আছো এই সান্ত্বনা নিয়ে,
রাজনীতির ফিউচার টেন্স হচ্ছে,তোমার এই কমনন্সেন্স দিয়ে।
দূর্নীতির চাষাবাদ হচ্ছে আজ অলিতে-গলিতে,
নয়মাসের ত্যাগের দেশ, বিলিয়ে দিচ্ছো বিলেতে!