আমি তারে হারায়েছি, ছিল না তো মোর,
তবুও ব্যথায় কাঁদে পোড়া অন্তর।
সে তো হারিয়েছে সেই মানুষটারে,
যে শুধু তাহারই ছিল এই ভবপারে।
আমার তো ছিল না কোনো অধিকার,
ক্ষণিক আলোর মতো ক্ষণিকের দেখা তার।
তবুও বিদায় বেলায় বুক ভেঙে যায়,
না পাওয়ার বেদনা নীরবে কাঁদায়।
সে তো ফিরিয়ে দিল সেই মুখখানি,
যে মুখ দেখেই জুড়াতো পরানি।
হারালো গভীরে বাঁধা সেই ভালোবাসা,
যার ছোঁয়ায় ভরে যেত সকল হতাশা।
আমার হারানোর ব্যথা হয়তো অসীম নয়,
না পাওয়ার কষ্ট শুধু বয়ে বেড়ায় হৃদয়।
কিন্তু সে তো হারালো আপন মানিক,
যার প্রেমে ভরে ছিল তার সব দিক।
আজ হয়তো কাঁদে একা শূন্য ঘরে,
স্মৃতিরা ভিড় করে চোখের উপরে।
বুঝতে পারে হয়তো, কী রত্ন সে ছাড়িল,
কত গভীর প্রেম পায়ে ঠেলিল।
আমার না পাওয়ার বেদনা শুধু আমার,
তার হারানোর ক্ষতি বিশাল, অপার।
তবুও এ বিরহ কাঁদায় দু'জনায়,
এক গভীর শূন্যতা রেখে যায়।