করবে না কেউ মূল্যায়ণ
যদি না থাকে অর্থ
যতোই হোক ভালো মানুষ
সব কিছুই যেন ব্যর্থ।


বিভেদ করে ভালো-মন্দে
অর্থের তরে হায় সবাই
সঠিক বলবে গরীবের পক্ষে
এমন লোক সমাজে নাই।


মানুষ সদা থাকে ব্যস্ত
হাসিল করতে স্বার্থ
তাই রাখে ভালো সম্পর্ক
যাদের আছে অর্থ।


অর্থ আছে যাদের অনেক
তারা করুক যতোই অপকর্ম
তাদের প্রশংসা করাই যেন
সকল লোভী মানুষের ধর্ম।


----------★-------------
ঢাকা
০৫-০৬-২০২০