মানুষ বড়ই স্বার্থপর প্রাণী
স্বার্থের তরে বলে মিথ্যা কথা
নিজের আখের গোছাতে সদা
আপনজনের মনে দেয় ব্যথা।


নিজের ভবিষ্যত নিরাপদ করতে
ঠকায় হায় নিজের ভাই-বোন
রক্তের সম্পর্ক ভুলে গিয়ে হায়
ভেঙ্গে দেয় একে অন্যের মন।


মনুষ্যত্ব থাকলে পারে না করতে
প্রিয়জনের সাথে এমন ব্যবহার
স্বার্থপরের হয় কঠিন পরিনতি
ইতিহাস স্বাক্ষী আছে যার।


ক্ষণস্থায়ী এই দুনিয়া ছেড়ে
সকলকে চলে যেতে হবে
অল্প সময়ের জন্য কেন
এতো স্বার্থপরতা তবে ?


------------★------------
ঢাকা
১১-০৮-২০২২