বছর ঘুরে আবার এলো
তোমার শুভ জন্মদিন
খোদার কাছে আকুল প্রার্থনা
সফল হও প্রতিদিন।
জীবনের সকল লক্ষ্য
হয় যেন তোমার পূরণ
এমন স্থানে পৌঁছ তুমি
সকলে করে যেন অনুসরণ।
তোমার দ্বারা হোক উদয়
সমাজের নতুন সম্ভাবনার সূর্য
এগিয়ে যাও দূর্বার গতিতে
নিয়ে অসীম সাহস আর ধৈর্য্য।
দূর্বার গতিতে চলো এগিয়ে
পেছনে ফেলে অশুভ শক্তিকে
প্রস্তুুত হও এমনভাবে যেন
কেউ রুখতে না পারে তোমাকে।
-------------★------------
ঢাকা
০১-১২-২০২০