সময়ের ব্যবধানে
মানুষের হয় পরিবর্তন
যতই করুক দেহের
পরিচর্যা আর যতন।


শিশু থেকে যুবক হয়
যুবক থেকে হয় বৃদ্ধ
বয়সকে যায় না করা
একই জায়গায় অবরুদ্ধ।


জোয়ার-ভাটা নিয়েই
ক্ষণিকের এই জীবন
জন্ম দিয়ে যার শুরু
শেষ হয় দিয়ে মরণ।


চিরন্তন সত্য কথাটা
সবাইকে মেনে নিতে হয়
যতই থাকুক জৌলুস
একদিন নিশ্চয় হবে ক্ষয়।


----------★----------
ঢাকা
১০-০৫-২০১৮