হৃদয়ের দরজা খুলে যখনি ভাবি আমি স্বাধীন বাঙ্গালী
তখনি সুমধুর কন্ঠে একটি কথা ভেসে আসে বারবার
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।।
যে কোকিলের কন্ঠে এ গান শোনে,
কৃষক লাঙ্গল ফেলে, শ্রমিক  নিজ নিজ কাজ ফেল
যুবক-ছাত্র, বিই-কলম ফেলে হাতে লাঠি নিয়ে
মৃত্যুকে উপেক্ষা করে ঝাপিয়ে পড়েছিল স্বাধীনতার সংগ্রামে।।
কে বলে মুজিব নেই! সে রয়েছে শুকতারা হয়ে মানুষের হৃদয়ে,
আজ শুধু তারই কথা মনে পরে।।
যারা বুকের তাজা রক্ত দিয়ে লিখেছে বাংলাদেশের নাম-
তারা চীর উদ্দাম।
ওরা সবাই জেগে রয়েছে সবুজ বনানীর ছায়
অশ্রুসজল চোখে তাদের মনে পরে যায়।।
যাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ
মাতৃভাষা রক্ষা করবে বলে নিয়েছিল শপথ।
স্বাধীনতা লাভ করেছি সেই পথ ধরে
আজ স্বাধীনতায় তাদের মনে পরে।
যার অগ্নিবীনায় ফুটেছিল বিদ্রোহের সুর
যে কবি গণজাগরনে গেয়েছিল সংগ্রামের বাণী
আজও ভেসে আসে সেই সুরলহরী।।