মা গো মা ও গো আমার বাংলা মা
তুমি ছিলে আমার দাদার মা
হলে আমার বাবার মা,
তুমি আমার মায়েরও মা
ওগো আমার বাংলা মা।
তুমি এমনি প্রসুতি জন্মেছে যত বাঙ্গালী
সবার মা তুমি।
তোমার কতগুলো সূর্য সন্তান-
উনিশ শত বাউন্নে দিয়েছিল প্রাণ,
রেখেছে তোমার সম্মান।।
একুশে ফেব্রুয়ারি এলে-
বাবা,মা, ভাই,বোন সবি মিলে
সব সমন্ধ ভুলে-
একই শুরে গেয়ে যাই গান-
“আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি-
আমি কী ভুলিতে পারি।”
দেখ! মা, দেখ! বিশ্ব জুড়ে বাজছে তোমার ছেলের জয় দামামা
ওগো আমার বাংলা মা।।
পৃথিবীতে তোমার মত রয়েছে মা জাতি-
আরবি, ফারসি, ইংরেজি কিংবা হিন্দুয়ানি,
হতে পার দরিদ্র তবু সবার উপরে তুমি।।