আজ-কাল, বেলা-অবেলা
চলে যায় ধেয়ে, নেই তার মানা
জগতে জীবন কি কেবলই বর্তমান
নাকি ছুঁতে না পারা শিরোপা?

অথচ সবুজের কাছে গেলে
ঘ্রাণ নিলে মেলে তুষ্টির সুধা
যেই তরঙ্গে প্রাণ দোলে
তা সবচেয়ে দামী সর্বাঙ্গে।

কোমলিকারা তবু থাকুক ভালোবাসায়
হৃদয়ের স্পর্শে হৃদয় ভরে উঠুক।
বাপ্পিরা তবু হারিয়ে না যাক
এক বুক কথা জমা রেখে।

জীবন সে কোনো অতিক্রান্ত অলস দুপুর,
নিরলস সন্ধ্যা অথবা তাদের সমষ্টি।
যুগ যুগ অতিবাহিত করে তবুও
নতুন অস্তিত্ব বিরাজ করে প্রাণে প্রাণে।

১৩ সেপ্টেম্বর ২০২৩