কোথাও ভালোবাসা নেই
কেউই ভালোবাসতে জানেনা
হৃদয় গুলো সব কেমন ইট, কাঠ,
হাড় আর লোহার মতো শক্ত।
সবাই চলে যায় হারানো নক্ষত্রের ন্যায়
মিলিয়ে যায় অসীম দূরত্বে।
এক পক্ষ নিয়ে আশার বাণী দিয়ে মহান
যারা, তাদের অস্থি মজ্জায়-লোহিত রক্ত কণিকায়
শুধু লালসা, ক্ষোভ, ঘৃণা আর ঈর্ষা।
ভালোবাসার ভাষা নেই তাদের মস্তিষ্কে।
মিথ্যের সুন্দর পথে চলে,
নিছক খ্যাতি খোঁজে তারা।
কালের অন্ধকারে বয়ে চলে, ব্যর্থ জীবন।
চলে যায় এ শহর, থাকেনা থমকে
তবুও ভালোবেসে হৃদয় দিয়ে যায় যারা
তারাই সত্য, তারাই সুন্দর।
নিজের কাছে মাথা উঁচু করে থাকে তারা।
অস্বচ্ছ হৃদয়ে তবুও হয়না কবিতা
সত্য-সুন্দর যেমন, ভালোবাসা-কবিতা তেমন।
অথচ ভালোবাসা নেই যার হৃদয়ে
মৃত সে পড়ে থাকে এই জগতে।