সে আমাকে চাইল, ভালোবাসলো দূর থেকে
অথচ কাছে আসলো না, অভিমান ছাড়লো না।
আমাকে না জেনে ভুল বুঝে চলে গেলো,
দিয়ে গেলো বিষাদ, বিষাদ আর বিষাদ।
এতো বিষাদ আমি কই রাখি?
আমার বিমূর্ত ভালোবাসা তো শুধু হৃদয়ে ছিলো
আমিতো তোমাকে চেয়েছিলাম,
কিন্তু তুমি তো আমার হৃদয়কে চেননি, বুঝনি সেই ভাষা,
চিনেছ শুধু মুখের ভাষা, শেষে বুঝেছ শুধু
না, না আর না।
অভিমান জমিয়ে জমিয়ে চলে গেলে দূরে, বহু দূরে।
অথচ তুমি হাঁটলে না আমার সাথে ,
অপেক্ষা করলে না আমার জন্য।
আমার চোখে কি এতটুকু মায়া দেখনি তুমি?
তুমি শুধু বুঝলে তোমার হৃদয়েই ভাঙচুর হয়
আর আমি হৃদয়হীন, প্রস্তরিত আমার হৃদয়।
সবকিছু আড়ালে রেখে আমি হেসে যাই,
মুখ লুকাই, আবার মত্ত হই অভিনয়ে।
এই হৃদয়ে হাত রাখলে না প্রিয়, জানলে না
আজো সে তোমারে খোঁজে, মন ভার হয়
তোমাকে ভেবে, তোমাকে দেখার সাধ আবার
জেগে উঠে।