জীবনের বহু পথ-ঘাটে
হাজারো আঁখির ভিড়ে
তবুও তুমি খুঁজে পাবে না’ক তারে
যে গেছে হারিয়ে নীলিমায়।

অথচ নিশ্চয় তার খোঁজে ডিঙ্গি ভাসিয়ে
এ জীবন পার হয়ে যায়
অপূর্ণতায়, ভ্রান্তি তে, স্মৃতিতে।
দিনের শেষে নিপতিত আঁধারে
রিক্ত-শূন্য জীবনের বিশীর্ণ ছায়া ভাসে
যে ছোঁয়ায় হৃদয় কম্পিত হয় তার স্মৃতি
ধরে বহুদূর চলে যায় ভুল ঠিকানায়।
ঝলকানো ঘরের চাকচিক্য আর
মুহুর্মুহুঃ সুগন্ধি তে তবুও হৃদয় শূন্য হয়।

অথচ পৃথিবীর ভারে সে পড়ে থাকে
নির্জীব ঝরা পাতা দের সাথে
ধীরে ধীরে মুছে-ক্ষয়ে মিশে যায়
মানুষের অন্ধকারের মাঝে
যে আলোতে তারা আলোকিত
সেখানে সে দেখে আঁধার আর আঁধার।

এতো এতো মানুষের ভিড়ে
হাজারো আঁখিতে ঢেউ খেলে
অপূর্ণতা আর শূন্যতা।
অথচ কি আছে তাদের?
চাকচিক্য, ঈর্ষা আর অহম ছাড়া।



২৮/০৮/২৪