শত শত মিথ্যা যামিনী পরে
তবু মনে জাগে পুরোনো সেই স্বপ্ন
ঠিক অমাবস্যা শেষে শশী র মতন
অথচ সেই স্বপ্ন কারো কাছে নিছক
সেতো তার অস্তিত্ব শূন্যে নিয়ে গিয়ে দেখেনি
অথবা একরাশ টানাপড়েন তাকে স্পর্শ করেনি।
নিজেকে শূন্যে নিয়ে গিয়ে দেখো
যা তোমার ছিলো, মূল্যায়ন করোনি
তার চেয়ে শত গুন কমে তুমি সুখী।
সুখ!
সেতো সময়ের স্রোতে ভালো থাকার দিবাস্বপ্ন
মনের সাথে ফাঁকিবাজি, তাকে ভুলানো র বাহানা।
অথচ স্বপ্ন কতো সজীব, কতো তাড়নাময়
সে নিয়ে যায় গ্রাম থেকে শহরে
তুলোর আরামদায়ক বিছানা থেকে
ড্রয়িং রুমের ফ্লোরে
মিছিলে মিছিলে রাজপথে…
স্বপ্ন !
সে তো সত্যের পথ
যে পথে হেঁটে হেঁটে মানুষ চলে
যায় তার হৃদয়ের কাছে।
পূরণ হোক বা না হোক
সে কখনো বৃদ্ধ হয় না
আর হলেও বা ক্ষতি কি?
আবার সে নূতন করে বাসা
বাঁধে হৃদয় থেকে হৃদয়ে।
২০ জানুয়ারি, ২০২৪
কাপাসিয়া,গাজীপুর।