তোমরা আমাকে ফেলে দাও ডাস্টবিনে
তাতে আমার কিছু যায় আসেনা।

আমি দেখেছি দোদুল্যমান নদীর পানিতে
মৃতপ্রায় সূর্যের রোদের ঝিলমিল
সেখানে থেকে চলে যাই গ্রহ গ্রহান্তরে
ঝরে পড়া জলপাই পাতার লাল রং দেখে
আশা নিয়ে ফিরে আসি এই পৃথিবীতে
মলি-বাঁশের শীতল কোল জুড়ে বুনো
সাদা ফুল হেসে কথা কয়, ভালোবাসে।
ঝাঁকে ঝাঁকে পাখিরা আকাশে নকশা আঁকে
আমাকে সাথী করে নিয়ে যায় অন্য এক গ্রহে
যেন আকাশ থেকে আকাশে
কখনো নীল, কখনো সাদা, কখনো সোনালী।

দেখি কাটা ধানের ক্ষেতে
কিছু মানুষ বসে একে অপরকে
ঈর্ষা করে; সূর্যকে ভালোবেসে।

তোমরা আমাকে ফেলে দাও ডাস্টবিনে
তাতে আমার কিছু যায় আসেনা।

২৮/১২/২৪
কাপাসিয়া, গাজীপুর।